BMBF News

সুপারিশে চার প্রদেশ গঠনের ভাবনা জনপ্রশাসন সংস্কার কমিশনের

দেশের চারটি পুরোনো বিভাগকে চারটি প্রদেশে রূপান্তর করার সুপারিশ নিয়ে ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন। রাষ্ট্রীয় নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো কেন্দ্রের অধীনে রেখে অন্যান্য বিষয়ের দায়িত্ব প্রদেশগুলোর হাতে দেওয়ার প্রস্তাব করছে এ কমিশন। প্রথম আলোর প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বুধবার সংবিধান, নির্বাচন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশনসংক্রান্ত সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়। এ সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ও সদস্যরা তাঁদের সম্ভাব্য কিছু সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে চারটি প্রদেশ করার প্রস্তাব উল্লেখযোগ্য।

জানা যায়, প্রস্তাবিত চারটি প্রদেশ হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা। তবে এই প্রদেশগুলোর কাঠামো, দায়িত্ব এবং পরিচালনা পদ্ধতি এখনো চূড়ান্ত হয়নি। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি আলোচনা পর্যায়ে রয়েছে এবং সংবিধান সংশোধন সাপেক্ষে এটি বাস্তবায়নযোগ্য।

এ নিয়ে স্থানীয় শাসন বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ জানান, বাংলাদেশের ভৌগোলিক আয়তন এবং ভাষাগত ঐক্যের কারণে প্রদেশ গঠনের প্রয়োজনীয়তা ততটা নেই। বরং বিভাগীয় প্রশাসন এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করা হলে প্রদেশ গঠনের জটিলতায় না গিয়ে সমস্যার সমাধান সম্ভব।

আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে, জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশকে ফেডারেল কাঠামোর মধ্যে আনার প্রস্তাব এসেছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এর আগে বাংলাদেশকে পাঁচটি প্রদেশে ভাগ করার ধারণা দেন। তাঁর প্রস্তাবে প্রতিরক্ষা, পররাষ্ট্র এবং সীমান্ত ব্যবস্থাপনা কেন্দ্রীয় সরকারের অধীনে রাখার কথা বলা হয়।

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন অনুযায়ী, পুলিশের পরিচয় যাচাই প্রথা উঠিয়ে দেওয়া এবং প্রতিটি জেলায় তথ্য অধিকার আইনের আওতায় একজন কর্মকর্তা রাখার সুপারিশ করা হয়েছে। এছাড়া শিক্ষা ও স্বাস্থ্যকে আলাদা কমিশনের অধীনে রাখা এবং প্রশাসন ক্যাডারের পদোন্নতির ক্ষেত্রে কোটা ব্যবস্থার পুনর্বিবেচনার প্রস্তাবও রয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য সুপারিশগুলো চূড়ান্ত করতে আরও আলোচনা প্রয়োজন।