নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গত ২৮ জানুয়ারী ২০২৫ তারিখে সরকার কর্তৃক পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবীতে লাগাতার অবস্থান ধর্মঘট ৩৭ তম দিনে সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজ।
১৮ নভেম্বর সকালে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হল রুমে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে স্বীকৃতিপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা গত ২৮ জানুয়ারী ২০২৫ ইং তারিখে সরকারের পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের দাবীতে লাগাতার অবস্থান ধর্মঘটের চলমান অবস্থান থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোঃ সামছুল আলম। সঞ্চালনায় ছিলেন আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ আল-আমিন। উপস্থিত ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান। উপস্থিত ছিলেন উপদেষ্টা এস এম জয়নাল আবেদীন জিহাদী, শিক্ষক সমিতির মহাসচিব মোঃ তাজুল ইসলাম ফরাজী, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি, মোঃ জাকির হোসেন, সভাপতি, সাধারণ শিক্ষক পরিষদ, মাষ্টার শওকত আলী, খোরশেদ আলম, মাওলানা নুরুল আমীন, মাওঃ শামসুল হক আনছারী, হাফেজ মাহমুদুল হাসান, মোঃ আব্দুল হান্নান, মাওঃ জহুরুল আলম, সাইফুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, সিদ্দিকুর রহমান, ডা: সাইফুল ইসলাম, ইউসুফ শরীফ, মোঃ সরোয়ার হোসেন, শরীফ, মোসলেম উদ্দিন, নূরে আলম, মোস্তাফিজুর রহমান, মোঃ ফোরকান, কেরামত শেখ, মাকসুদুর রহমান, ইব্রাহিম খলিল, নাজমুল হুদা, মাওঃ রুহুল আমিন, মাওঃ জাকির হোসেন, রুকনুজ্জামান হিরন, মাওঃ মজিবুর রহমান, ফাতিমা ফারহানা, সাবিনা, ফাহিমা, নাইমা আক্তার, নাসরিন বেগম প্রমুখ।
বক্তারা বলেন- ৩৭ তম দিন পর্যন্ত আন্দোলন চলমানে সরকারের পক্ষ থেকে অনুদানবিহীন মাদ্রাসার শিক্ষকদের দাবী আদায়ের সিদ্ধান্ত না পাওয়ায় আজকের এই সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছি। বক্তারা আরো বলেন- আগামী ২২ নভেম্বর ২০২৫ শনিবার বিকাল ৫ ঘটিকার মধ্যে মাদ্রাসা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তির জন্য আবেদনের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা না হলে নিম্নোক্ত কর্মসূচী পালন করা হবে।
দাবী সমূহঃ
১। স্বীকৃতিপ্রাপ্ত অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থাকরণ।
কর্মসূচীঃ
১। আগামী ২৩ নভেম্বর ২০২৫ রবিবার বেলা ১২ ঘটিকায় লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় পালন করা হবে।