BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

হাদিকে হত্যাচেষ্টার পর হাসপাতালে হামলাকারীদের আনাগোনার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলার রেশ কাটতে না কাটতেই নতুন অভিযোগ উঠেছে। হাদিকে যারা হত্যার চেষ্টা করেছিল, সেই হামলাকারীদের সহযোগীরা হাসপাতাল পর্যন্ত ধাওয়া করেছে বলে দাবি করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা। তিনি অবিলম্বে হাদি ও তার সহযোদ্ধাদের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

সম্প্রতি এক ফেসবুক পোস্টে জুমা অভিযোগ করেন, ঘটনার প্রায় দুই দিন অতিবাহিত হলেও আইনশৃঙ্খলা বাহিনী মূল আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। তিনি বলেন, আসামির সব তথ্য সংস্থার কাছে থাকার পরও তাকে চিহ্নিত না করতে পারাটা বিশ্বাসযোগ্য নয়। তার মতে, আসামি দেশ ছেড়ে পালায়নি, বরং তাকে পালিয়ে যেতে সহযোগিতা করার কোনো পরিকল্পনা থাকতে পারে। এই পুরো সিন্ডিকেট এখনো সক্রিয় এবং খুনিদের সহযোগীরা হাসপাতালেও এসেছিল বলে তাদের কাছে তথ্য রয়েছে।

সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে ঢাকা-৮ আসনের সম্ভাব্য এই স্বতন্ত্র প্রার্থী এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। ফাতিমা তাসনিম জুমা হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা অনেক ধৈর্য ধরেছেন, কিন্তু এই সহনশীলতা দীর্ঘস্থায়ী হবে না। তিনি পুরো অপরাধী সিন্ডিকেটকে জীবিত গ্রেপ্তারের দাবি জানিয়ে হাসপাতালে হাদির নিরাপত্তার বিষয়ে প্রশাসনের সর্বোচ্চ সতর্ক দৃষ্টি আকর্ষণ করেন।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »