BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

হ্যাভেন টুরস এন্ড রিসোর্ট এর ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

 

বাংলাদেশে অন্যতম পর্যটন খাতের অন্যতম রিসোর্ট হ্যাভেন টুরস এন্ড রিসোর্ট এর ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

২৮শে নভেম্বর শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে মোখলেসুর রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় হ্যাভেনের বিগত বছরের কার্যবিবরণী পাস করা হয় । হ্যাভেন ট্যুর এবং রিসোর্ট এর আগামী বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। এতে সপ্তম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট এর পার্টিসিপেন্ট বৃন্দ উপস্থিত ছিলেন। সপ্তম এবং ষষ্ঠ ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আমেরিকার প্রোগ্রাম নিয়ে বক্তব্য রাখেন প্রোগ্রামের কনভেনার জনাব আতিকুর রহমান। এতে আমেরিকার প্রোগ্রামের উপস্থিত সদস্য বৃন্দ হল শারমিন সুলতানা,
,শ্যামলী, পিংকি, মোহনা, আইরিন সুলতানা, আবু মাসুম ফয়সাল, মাসুদ পারভেজ প্রমূখ ।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »