BMBF News

২৪০ গার্মেন্টস গ্রুপ বন্ধের দাবি মিথ্যা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

দেশের ২৪০টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে—ব্যবসায়ী ও অভিনেতা অনন্ত জলিলের এ ধরনের দাবি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (১৯ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম লেখেন, “অনন্ত জলিল সরকার থেকে কিছু সুবিধা আদায়ের চেষ্টা করছেন, তবে তার আগে সঠিক তথ্য জানা উচিত। তিনি যে ২৪০টি গার্মেন্টস গ্রুপ বন্ধ হওয়ার দাবি করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। এছাড়া, প্রতিদিন বাংলাদেশে গার্মেন্টস কারখানা বন্ধ হচ্ছে এবং হাজার হাজার শ্রমিক চাকরি হারাচ্ছে—এমন কথাও অসত্য।”

প্রেস সচিব আরও জানান, গত সাত মাসে দেশের রপ্তানি ১১ শতাংশ বেড়েছে। স্থানীয় প্রশাসন ও শিল্প পুলিশের রিপোর্ট অনুযায়ী, এই সপ্তাহে গাজীপুর, আশুলিয়া ও সাভারের প্রায় ৯৯ শতাংশ কারখানা চালু ছিল।

তিনি অনন্ত জলিলকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, “যদি সরকারের দেওয়া তথ্য মিথ্যা হয়, তবে অনন্ত জলিলকে তার বক্তব্যের পক্ষে যথাযথ তথ্য ও পরিসংখ্যান উপস্থাপন করতে হবে।”