BMBF News

৮৫ কোটি টাকা আত্মসাত: হলমার্কের জেসমিনের জামিন আবেদন নামঞ্জুর

ভুয়া এলসির মাধ্যমে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।

জামিন শুনানি তিন মাস পরের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে আপিল বিভাগ।

জেসমিনের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আদালতে বলেন, মামলার সর্বোচ্চ সাজা সাত বছর হলেও জেসমিন আট বছর ধরে কারাগারে রয়েছেন। এছাড়া দুদক এখনো চার্জশিট দাখিল করতে পারেনি।

তবে দুদকের পক্ষ থেকে জানানো হয়, গত ৩০ অক্টোবর মামলার চার্জশিট দাখিল করা হলেও কমিশন অনুমোদন না থাকায় তা কার্যকর করা যায়নি। জামিন শুনানিতে জেসমিনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং দুদকের পক্ষে অ্যাডভোকেট আসিফ হাসান।