BMBF News

ট্রাফিক পুলিশের হয়রানির প্রতিবাদে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ সিএনজি চালকদের

গাজীপুর সংবাদদাতা:
ট্রাফিক পুলিশের হয়রানি ও নানা দাবিদাওয়া নিয়ে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন সিএনজি অটোরিকশা চালকরা। রোববার (২৮ সেপ্টেম্বর) গাজীপুর মহানগরের নাওজোড় এলাকায় সকাল থেকে এই অবরোধ শুরু হলে মহাসড়কের প্রায় চার কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরবর্তীতে পুলিশ ও স্থানীয় শ্রমিকদল নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং চালকরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

অবরোধকারী চালকরা অভিযোগ করেন, ট্রাফিক পুলিশ নিয়মিতভাবে তাদের হয়রানি করে এবং ঘুষ না দিলে মামলা দিয়ে হয়রানির মাত্রা বাড়িয়ে দেয়। তারা অভিযোগ করেন, মজিবুর রহমান নামের এক ট্রাফিক সার্জেন্ট নিয়মিত চাঁদাবাজি করেন এবং তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

চালকরা আরও বলেন, তারা বৈধ কাগজপত্রসহ সিএনজি চালালেও অহেতুক দণ্ডিত হচ্ছেন। একই সাথে, তারা মহাসড়কে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের দাবি জানান।

গাজীপুরের শ্রমিকদল নেতা ফয়সাল সরকার বলেন, সিএনজি চালকরা বিভিন্ন দাবিদাওয়ার ভিত্তিতে মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে তাদের সঙ্গে আলোচনা করে আশ্বাস দেওয়ার পর তারা অবরোধ প্রত্যাহার করে নেন।