BMBF News

পবিপ্রবিতে দুইদিন ব্যাপী আন্তর্জাতিক ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার কনফারেন্স অনুষ্ঠানের সমাপনী

১৬
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

 

 

ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার ফর রেজিলেন্ট কোস্টাল বাংলাদেশ প্রকল্পের আয়োজনে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুইদিন ব্যাপী আন্তর্জাতিক ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
১৫ ও ১৬ ফেব্রুয়ারী বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে সকাল ১০ টা থেকে অনুষ্ঠিত কনফারেন্সে উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামান্ত এর সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের ডেপুটি এমবাসেডর মি. থুইস ওরসা, প্রকল্পের বাংলাদেশ অংশের পরিচালক প্রফেসর ড. মো: আলমগীর কবির, প্রকল্প সমন্বয়কারী প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দিন, নেদারল্যান্ড অংশের প্রকল্প পরিচালক প্রফেসর ড. ফুলকো লুডউইগ প্রকল্প সমন্বয়কারী মিস ক্যাথরিন। কনফারেন্সে মূল প্রবন্ধ বক্তা ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সাবেক চেয়ারম্যান ড. ওয়ায়েস কবির, নেদারল্যান্ডসের ওয়াগেনিংগেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ফুলকো লুডউইগ খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সালমা বেগম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম.জি মোস্তফা আমিন।

কনফারেন্সে দেশ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরগনের উপস্থাপিত বৈজ্ঞানিক প্রবন্ধসমূহের আলোকে বাংলাদেশ তথা বিশ্বের জলবায়ু পরিবর্তনে সৃষ্ট সমস্যাবলী মোকাবেলায় এবং কৃষিকে অধিকতর ক্লাইমেট স্মার্ট করার নিরিখে বেশ কিছু সুপারিশমালা প্রনয়ন করেন।বৃহস্পতিবার বিকেলে সম্মেলনের সমাপনী বক্তব্যে প্রফেসর ফুলকো লুডউইন দেশী-বিদেশী প্রবন্ধ উপস্থাপনকারী ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।