BMBF News

বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস উপলক্ষে দুমকিতে মফস্বল সাংবাদিক ফোরাম ও দুমকি প্রেসক্লাবে আলোচনা সভা

১৩

দুমকি (পটুয়াখালী)প্রতিনিধিঃ

 

সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন ও ডিজিটাল সিকিউরিটি আইন সংশোধনের দাবিতে ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দুমকিতে বিভিন্ন সাংবাদিক সগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০.৩০ মিনিটে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম দুমকি উপজেলা শাখার সভাপতি এম আমির হোসেন এর সভাপতিত্বে মফস্বল সাংবাদিক ফোরাম কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের দুমকি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ বাহাদুর হোসেন, সহ সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সাইদুর রহমান খান, শহিদুল ইসলাম, মাহমুদউল্লাহ হাসান রাকিব প্রমূখ।
এছাড়াও বিকাল সাড়ে ৩টায় দুমকি প্রেসক্লাবের মিলনায়তনে দুমকি প্রেসক্লাব সভাপতি সৈয়দ ফয়জুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাজী বেলাল হোসেন দুলালের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, দুমকি প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল হোসেন,মো: আবুল হোসেন মুন্সি, সদস্য, কাজী জুবায়ের ইসলাম সোহান, রাব্বিকুল ইসলাম সাকিল প্রমুখ। এসময় বক্তারা সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন ও ডিজিটাল সিকিউরিটি আইন সংশোধনের দাবি জানান।#