BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেদী হাসান, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি :

 

পটুয়াখালীর দুমকীতে পানিতে ডুবে তাবচ্ছুম আক্তার (২) নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

মঙ্গলবার(২৫ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ মুরাদিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত তাবাচ্ছুম উপজেলার মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের মোঃ উজ্জ্বল হাওলাদারের মেয়ে এবং শাহ আলম হাওলাদারের নাতনী।
ঘটনাসূত্র ও প্রতিবেশী আতিকুলের মা জানান, সকালে খাবারের পর নিহত তাবাচ্ছুমের মা তাদের ঘর লেপতে ছিল। আর বাবা উজ্জ্বল মাছ বিক্রি করতে বাড়ির বাইরে গেছে। এসময় তাবাচ্ছুম দাদি ও ফুপু রেহেনার চোখের আড়াল হয়। কিছুক্ষণ পরে পুকুরে জুতা ভাসতে দেখেন ওই স্বজনরা । পরক্ষণে পুকুর থেকে উদ্ধার করে লুথারান হেলথ্ কেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান, তিনি বিষয়টি অবগত নন। খোঁজখবর নিবেন বলে জানিয়েছেন।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »