নিজস্ব প্রতিবেদক :
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে গত ১১ই জুলাই থেকে জাতীয় প্রেসক্লাবে সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ শিক্ষক সমিতির দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষকরা।
তাই বাংলাদেশ শিক্ষক সমিতির সাথে একত্ববদ্ধ হয়ে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালনে অংশগ্রহণ করেন পটুয়াখালীর জেলার দুমকি উপজেলা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সংগ্রাম কমিটি।
দুমকি উপজেলা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সংগ্রাম কমিটির আহ্বায়ক জি.এম.ইউসুফ এর নেতৃত্বে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন যুগ্ম আহবায়ক মোঃ খলিলুর রহমান,যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ,সদস্য মোঃ সাইফুল ইসলাম, মোঃবাদশা মিয়া,মোঃজসিম, মেঃ ওয়াহিদ সরোয়ার, হিমাংশু চন্দ্র মিস্ত্রীসহ আরো অনেক শিক্ষকগণ।
এ সময় দুমকি উপজেলা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সংগ্রাম কমিটির আহবায়ক মোঃজিএম ইউসুফ বলেন,
যে শিক্ষকগণ মানুষ গড়ার কারিগর তারা দিনের পর দিন দাবি আদায় এর লক্ষ্যে প্রেসক্লাবের সামনে খেয়ে না খেয়ে অবস্থান করছেন।
এগুলো কি শিক্ষা মন্ত্রী বা প্রধানমন্ত্রী দেখে না। তাই তিনি প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করেন দ্রুত তাদের দাবিগুলো মেনে নিয়ে শিক্ষকদের আপন স্থান বিদ্যালয় গিয়ে শিক্ষার্থীদের পাঠ দান করতে পারে। তা না হলে প্রেসক্লাবের সামনে শিক্ষকরা জীবন দিয়ে তবুও দাবি না আদায় পর্যন্ত ফিরে যাবে না বলে হুঁশিয়ারি দেন।