BMBF News

দুমকীতে বিআরডিবি’র উদ্যোগে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা

১৯
জাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

 

“উন্নত পল্লী উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ” এ প্রতিবাদে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) দুমকীর আয়োজনে কিশোরীদের সচেতনতামূলক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ফেব্রুয়ারী) সকাল ১০টায় উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের বাঁশবুনিয়া বেগম মেহেরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপি উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল। প্রধান শিক্ষক মোঃ নেছার উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দুমকী থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান, দুমকী পল্লী উন্নয়ন কর্মকর্তা দীপঙ্কর চন্দ্র শীল।
এসময় বক্তাগন কিশোরীদের বয়:সন্ধি, ইভটিজিং ,বাল্যবিবাহ ও স্বাস্থ্য সুরক্ষায় করনীয় বিষয়ক ধারণা দেন।
প্রশিক্ষণ শেষে শতাধিক কিশোরীদের মধ্যে স্বাস্হ্য সুরক্ষা উপকরণ ও খাতা কলম বিতরণ করা হয়।