BMBF News

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে খুলনা কৃষি বিশবিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

১৪
মেহেদী হাসান, পটুয়াখালীঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা কৃষি বিশবিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৩মে) সকাল সাড়ে ১০টায় ভাইস-চ্যান্সেলর সচিবালয় সংলগ্ন কনফারেন্স কক্ষে বিশবিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এবং খুলনা কৃষি বিশবিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আবুল কাসেম চৌধুরী এর উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রফেসর ড. সন্তোষ কুমার বসু, রেজিস্ট্রার (অ. দা.) এবং খুলনা কৃষি বিশবিদ্যালয়ের পক্ষে ড. খন্দকার মাজহারুল আনোয়ার, রেজিস্ট্রার এ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষরের ফলে দুই বিশবিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা কার্যক্রম, গবেষণা থিসিস, ইন্টার্ণশীপ, সেমিনার, টেকনোলজি ট্রান্সফার সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পথ সুগম হবে। অনুষ্ঠানে বিশবিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।