মেহেদী হাসান, পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে উপজেলা পরিষদ নির্বাচনে কাপ প্রিচ মার্কার প্রার্থী কাওসার আমিন হাওলাদার সহ তার সমর্থকদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাবিল হাওলা এলাকায় বেলা ২ টার সময় এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার বেলা ২ টার সময় উপজেলার মুরাদিয়ার ২ নং ওয়ার্ডের কাবিল হাওলা এলাকায় উপজেলা পরিষদ নির্বাচনে কাপ প্রিচ প্রতীকের মনোনীত চেয়ারম্যান প্রার্থী কাওসার আমিন হাওলাদার বাদ জুম্মা স্থানীয় একটি মসজিদের মুসুল্লিদের সাথে সাক্ষাৎ করে ফেরার পথে আনারস প্রতীকের সমর্থকরা তার ব্যবহৃত গাড়ির উপর আঘাত করে। এতে গাড়ি থেকে নেমে তাদেরকে কারন জিজ্ঞেস করলে তারা অতর্কিত হামলা চালায়। এতে কাপ প্রিচ প্রতীকের প্রার্থী কাওসার আমিন ও এ্যাড.রিয়াজ (৩৫) ওলিউর রহমান (৩৩), ড্রাইভার বাবুল (২৫)সহ কয়েকজন সমর্থক আহত হয়।
এদিকে আনারস প্রতীকের এক সমর্থকের অডিও ক্লিপে শোনা যায় মাল্টা এদিক দিয়ে বের হবে সবাই রামদা,বগি নিয়ে আসো।
এ ব্যাপারে কাপ প্রিচ প্রতীকের প্রার্থী কাওসার আমিন হাওলাদার বলেন, আনারস প্রতীকের সমর্থকরা আমাকে খুন করার জন্য পরিকল্পিত ভাবে হামলা করেছেন।
আনারস প্রতীকের প্রার্থী মেহেদী হাসান মিজান হামলার বিষয়টি অস্বীকার করে বলেন,এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, আমি বিষয়টি অবগত হয়েছি। তাৎক্ষণিকভাবে আমিসহ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।