BMBF News

দুমকিতে জেলা প্রশাসক ও এসপি মহোদয়ের মতবিনিময় বিনিময়

১৪
মেহেদী হাসান, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকি উপজেলার সকল সরকারী কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীরমুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

 

বুধবার (৩ অক্টোবর) দুপুর ৩টায় উপজেলা পরিষদের অডিটরিয়ামে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার দুমকি মোঃ শাহিন মাহমুদ এর সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পটুয়াখালী আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্প কমান্ডার পটুয়াখালী সদর ও দুমকি ক্যাপ্টেন মোহম্মদ সাকিব সাইফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, দুমকি থানা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা ওলিউর রহমান অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মীর শহিদুল ইসলাম শাহিন, দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, সরকারি জনতা কলেজের অধ্যাপক শহিদুল হাসান শাহীন, দুমকি টেকনিক্যাল মহিলা কলেজের অধ্যাক্ষ জামাল হোসেন, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা প্রমুখ।

উক্ত সভায় বক্তারা দেশের চলমান পরিস্থিতিতে কেউ যেন কোন প্রকার অপকর্ম বা নাশকতামূলক কর্মকাণ্ড সংঘঠিত করতে না পারে, চলতি মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সকলকে আরো সচেতন হতে এবং গণমাধ্যম কর্মীদের সংবাদ প্রকাশের স্বাধীনতার কথা উল্লেখ করেন।

এ সময়ে উপজেলার বিভিন্ন স্তরের ও শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।