BMBF News

ম্যাজিস্ট্রেট ঊর্মির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও হাজার কোটি টাকার মানহানির মামলা

১০

সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা করা হয়েছে।

খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বুধবার (৯ অক্টোবর) এ মামলা দায়ের করেন জাতীয় পার্টির (রওশন) নেতা মোল্লা শওকাত হোসেন বাবুল।

মামলার অভিযোগে বলা হয়েছে, ফেসবুকে পোস্টের মাধ্যমে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন।

বাদীর আইনজীবী এস এম মাসুদুর রহমান জানান, আদালত মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ১৫ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, তাপসী তাবাসসুম ঊর্মির মন্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল এবং তা সরকারের প্রধান উপদেষ্টার মানহানি করেছে, যার ফলে ১ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।