আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল সনাতন ধর্মাবলম্বীদের সতর্ক করে বলেছেন, “কোনো রাজনৈতিক দলের ফাঁদে পা দেবেন না। আপনারা বাংলাদেশের মানুষ, স্বাধীনভাবে বিচার-বুদ্ধি নিয়ে চলবেন।” তিনি বলেন, অতীতে বিভিন্ন দল সনাতনীদের নিয়ে খেলেছে, তবে বর্তমান সরকার এসব বন্ধ করতে কাজ করছে।
শুক্রবার (১১ অক্টোবর) সিরাজগঞ্জের শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।
ড. আসিফ নজরুল আরও বলেন, “আপনারা বাংলাদেশের নাগরিক, সংখ্যালঘু নন। এই দেশের মালিক আপনারাও। আপনাদের সমান অধিকার ও মর্যাদা রয়েছে।” তিনি হিন্দু, মুসলিম, খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেব না।”
তিনি বলেন, রাজনৈতিক ঘটনা এবং সাম্প্রদায়িক ঘটনার পার্থক্য বুঝতে হবে। “অনেক ঘটনা রাজনৈতিক, কোনোটি ব্যক্তিগত শত্রুতা, আবার কিছু ঘটনা সাম্প্রদায়িক। এসব সঠিকভাবে চিহ্নিত করতে পারলে বিভ্রান্তি কমবে।”
সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন, পুলিশ সুপার মো. ফারুক হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সভায় উপস্থিত ছিলেন।
এর আগে, ড. আসিফ নজরুল শাহজাদপুরের রবীন্দ্র কাচারিবাড়ি পরিদর্শন করেন।