BMBF News

পটুয়াখালীতে ফেসবুক স্টাটাস দিয়ে যুবতীর আত্নহত্যা

১৫
পটুয়াখালী প্রতিনিধি :

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুক আইডি আফরোজ আহমেদ থেকে স্টাটাস দিয়ে এক যুবতীর আত্নহত্যার ঘটনা ঘটেছে। বুধবার ২৩’অক্টোবর আনুমানিক দুপুর ২ টার সময় এ ঘটনাটি ঘটে। জানাগেছে, মৃত ঐ তরুনীর বয়স (২৫) বছর আসল নাম খাদিজা আক্তার, পিতাঃ মোঃ হানিফ। তার স্থায়ী ঠিকানা গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের হরিদেবপুর গ্রামে। বর্তমানে পৌর শহরের জেলা পরিষদ সংলগ্ন তালতলা ২ নং ওয়ার্ড সেলিম বয়াতীর ভাড়াটিয়া বাসায় বসবাস করতো।

ফেসবুক স্টাটাসে লেখা ছিলো, আমি তাকে ভালোবাসছিলাম শুনছিলাম পুরুষ মানুষ ভালোবাসা পাইলে কিছু চায় না। তুমি আমাকে কি ভাবে ছোট করলা কি ভাবে।আমি তোমার জন্য কি না করছি তোমাকে ভালোবেসে আজ আমাকে খা*ন*কি বানাইলা।আমি কোন দিন কল্পনা করি নাই এই প্রতিদান তুমি দিবা।আামি তো সরে গেছিলাম কেন আসছো আবার। আমার সখের পুরুষ আমাকে দুনিয়া ছাড়তে বাধ্য করছে, দোষ তার না দোষ আমার। আামি তাকে ভালোবাসছি আমার দোষ আমি তাকে প্রধান্য দিছি।ভালো থাকো আমার ভালোবাসা তোমার ভালো থাকার জন্য এই আয়োজন।আমাকে মাফ করবা মা আমি তোমার ভালো মেয়ে হইতে পারি নাই। আমার দাফন কাফনের টাকা আমার ব্যাগে মা।

এমন স্টাটাসের পরপর যুবতী আত্মহত্যা করেছেন বলে পারিবারিক সুত্রে জানাগেছে। দুপুর আনুমানিক ২ টার দিকে এমন ঘটনা পরে আনুমানিক ২.৪৫ মিনিটের সময় পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে যুবতীর মৃত্যুর কারন হিসেবে স্টাটাস দেখে বোজা যাচ্ছে প্রেম সংগঠিত ব্যাপারে সে আত্নহত্যা করেছে। সেই মহান পুরুষ কে তার নাম পরিচয় এখনো সংবাদ লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

স্থাণীয়রা জানিয়েছেন, নিহত আফরোজা আক্তারের সাথে অনেক বছর ধরে একটি ছেলের প্রেমের সম্পর্ক ছিলো। কিন্তু বেশ কিছুদিন ধরে সেই ছেলে আফরোজার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং যোগাযোগ করলেও ঝগড়াঝাটি করতো। এতে আফরোজা মানসিকভাবে ভেঙ্গে পরে।
জানা যায়,স্থানীয় একটি হাসাপাতালে চাকুরি করতো আফরোজা। কিন্তু মানসিকভাবে ভেঙ্গে পরায় সেই চাকুরীটি ছেড়ে দেন তিনি।
পরে বুধবার দুপুরে মোবাইল ফোনে ঝগড়াঝাটি করতে শোনেন স্থাণীয়রা।

পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করে বলেন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিহতের মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। পরে আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।