বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতে বাংলাদেশ নৌবাহিনীর নির্মিত জেটি ভেঙে দ্বিখণ্ডিত হয়ে গেছে। উত্তাল ঢেউয়ের তোড়ে একটি বার্জের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। বুধবার (২৩ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন এ বিষয়ে নিশ্চিত করেছেন এবং দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।
জেটি ভেঙে যাওয়ার কারণে চলতি পর্যটন মৌসুমের শুরুতে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক পরিবহনে সমস্যা দেখা দিয়েছে। সাগরে দানার প্রভাবে প্রচণ্ড ঢেউ ও পূর্ণ জোয়ারের সময় বার্জটির ধাক্কায় জেটিটি ক্ষতিগ্রস্ত হয়, এতে জেটিটির একটি বড় অংশ দ্বিখণ্ডিত হয়ে যায়।
ইনানী জেটি সংলগ্ন এলাকার চা দোকানি আব্দুল মাজেদ বলেন, “মধ্যরাত থেকে বাতাসের ধাক্কায় বড় আওয়াজ শোনা যাচ্ছিল, তবে ওই সময়ে জেটিতে কেউ ছিল না।” এছাড়া, রয়েল টিউলিপের বৈদ্যুতিক শাখার এক কর্মী জানান, গত কয়েকদিন ধরে তিনটি নৌযান জেটিতে কাজ করছিল। এগুলো সরিয়ে না রাখার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
২০২০ সালে শেখ হাসিনা সরকারের সময়ে আন্তর্জাতিক নৌ মহড়া আয়োজনের জন্য নৌবাহিনী এ জেটিটি নির্মাণ করে। তবে শুরু থেকেই পরিবেশবাদীরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিলেন। ২০২২ সালে কক্সবাজার নাগরিক ফোরাম জেটি অপসারণের জন্য উচ্চ আদালতে রিট দায়ের করলে আদালত রুল জারি করেন, তবে এরপরও জেটি অপসারণ করা হয়নি।
গত বছর থেকে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচলের জন্য এই জেটি ব্যবহৃত হয়ে আসছে। ১ নভেম্বর থেকে নতুন করে জাহাজ পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তবে জেটির এই ক্ষতিগ্রস্ত হওয়া পরিস্থিতি পর্যটন সেক্টরে অনিশ্চয়তা তৈরি করেছে।