মেহেদী হাসান শান্ত, নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে পটুয়াখালীর দুমকি উপজেলা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরন কর্মসূচী পালিত হয়েছ সোমবার(২৮অক্টোবর) সকাল ৯টায় উপজেলার নতুন বাজাররস্হ আল মামুন সুপার মার্কেট চত্বরে উক্ত মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ খলিলুর রহমান।
দুমকি উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, জেলা যুবদলের সহসভাপতি নুরুল ইসলাম লিটন গাজী, দুমকি উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সালাউদ্দিন রিপন শরীফ প্রমুখ। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে দুমকি উপজেলা বিএনপি ও যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সব বয়সের নারী, পুরুষ ও শিশু চিকিৎসা সেবা নিতে ভীড় দেখা যায়।
দুপুর সাড়ে ১২ টার দিকে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল হাসান শাহীন এই ক্যাম্প চত্ত্বর পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
জেলা যুবদলের সভাপতি মোঃ মনিরুল ইসলাম লিটন বলেন, শহীদ রাস্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ৪৬ বছর আগে জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। গতকাল ছিল ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ প্রতিষ্ঠা বার্ষিকী পালনে বিএনপির কর্ণধর তারেক রহমানের নির্দেশনায় অসহায় দরিদ্র মানুষকে ফ্রি চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ বিতরন কর্মসূচী সারাদেশে যুবদলের উদ্যোগে পালিত হচ্ছে।