বলিভিয়ার কোচাবাম্বা শহরের কাছে একটি সামরিক ঘাঁটিতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় কমপক্ষে ২০০ সৈন্য জিম্মি হয়েছেন। বলিভিয়ার সামরিক বাহিনী এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সশস্ত্র সমর্থকরা ঘাঁটিতে আক্রমণ করে তিনটি সামরিক ইউনিট থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে। স্থানীয় টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যায়, সৈন্যদের হাত পেছনে বাঁধা অবস্থায় রেখেছে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা।
বর্তমান প্রেসিডেন্ট লুইস আর্স এবং সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন বৃদ্ধি পাওয়ার পর মোরালেসের সমর্থকরা ১৯ দিন ধরে অবরোধ তৈরি করেছে। তারা মোরালেসের বিরুদ্ধে ধর্ষণ এবং মানব পাচারের অভিযোগে তদন্ত বন্ধের দাবি জানাচ্ছে।
মোরালেসের সমর্থকদের সাথে বর্তমান সরকারের অনুসারীদের সংঘর্ষ এবং সহিংসতা গত কয়েক মাসে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সময়ে মোরালেস তার গাড়িতে হামলার অভিযোগ তোলেন, যা বর্তমান সরকার প্রত্যাখ্যান করেছে।