দেশের মোবাইল কোম্পানিগুলোকে কলরেট কমানো এবং মেয়াদহীন ইন্টারনেট প্যাকেজ চালুর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে রবি ও গ্রামীণফোনের প্রতিনিধিদের সাথে পৃথক বৈঠকে তিনি এ আহ্বান জানান।
নাহিদ ইসলাম বলেন, “অন্তর্বর্তী সরকার জনসমর্থিত, তাই দেশের মানুষের উপকারে যেকোনো উদ্যোগ গ্রহণে আগ্রহী।” টেলিকম খাতে উন্নয়নের জন্য সরকার কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়া, জুলাই মাসের গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং চিকিৎসা সহায়তা প্রদানে কোম্পানিগুলোর সহযোগিতা চেয়েছেন উপদেষ্টা।
তিনি আরও বলেন, ট্রানজিশন পিরিয়ড সফলভাবে পার করতে পারলে দেশের সম্ভাবনা উন্মোচিত হবে, অন্যথায় দেশ পিছিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।