কক্সবাজারের মাতারবাড়ী তাপ বিদ্যুৎকেন্দ্রে কয়লা সরবরাহের কাজ পেয়েছে মেঘনা গ্রুপ ও ভারতের আদিত্য বিড়লা গ্লোবাল ট্রেডিং কোম্পানির কনসোর্টিয়াম। এই প্রতিষ্ঠানকে বাজারমূল্যের চেয়ে বেশি দামে কয়লা কেনার ফলে এক বছরে সরকারের প্রায় ৯১৬ কোটি ৪৪ লাখ টাকা অতিরিক্ত খরচ হবে বলে অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ১৮ অক্টোবর আইসিআই-৩ গ্রেড কয়লার বাজারমূল্য প্রতি টন ছিল ৭৩.২৫ ডলার। কিন্তু মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের জন্য আদিত্য বিড়লা কনসোর্টিয়ামকে প্রতি টন ১০৫.৮৭ ডলার দরে কয়লা সরবরাহের জন্য কার্যাদেশ দেওয়া হয়েছে, যা বাজারমূল্যের চেয়ে ২১.৮২ ডলার বেশি। এই দরে ৩৫ লাখ টন কয়লা ক্রয় করলে অতিরিক্ত খরচ হবে প্রায় ৯১৬ কোটি টাকা।
২০২৩ সালের ১৫ নভেম্বর আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয় কয়লা সরবরাহের জন্য। প্রাথমিক টেন্ডারে কয়লা আমদানির অভিজ্ঞতার শর্ত থাকলেও সেটি সংশোধন করে অন্যান্য পণ্য আমদানির অভিজ্ঞতাকেও যোগ্যতার শর্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়, যাতে মেঘনা গ্রুপ এবং আদিত্য বিড়লা গ্রুপ সুবিধা পায়। দরপত্রের মূল্যায়ন কমিটি আদিত্য বিড়লা কনসোর্টিয়ামের প্রস্তাবকে উল্লেখযোগ্যভাবে উচ্চ মূল্য বলে খারিজ করলেও পরে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বেআইনিভাবে কার্যাদেশ প্রদান করে।
জ্বালানি খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, বিদ্যুৎ-জ্বালানি খাতের এই অনিয়ম এবং দুর্নীতি প্রতিরোধে এনওএ (নোটিশ অব অ্যাওয়ার্ড) বাতিল করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।