এস.এম.সোহান পটুয়াখালী প্রতিনিধ :
পটুয়াখালীতে নিখোঁজের দুইদিন পর নদীর পাড় থেকে আল আমিন খন্দকার নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) সকাল ৯ টার দিকে শহর সংলগ্ন লাউকাঠি সরকারি গোডাউন ঘাট নদীর উত্তরপাড় থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আল আমিন খন্দকার সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ১নং ব্রিজ এলাকার মৃত খালেক খন্দকারের ছেলে এবং তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সকাল ১০ টার দিকে আল আমিন কাজে যোগদানের কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। নিখোঁজের ১দিন পরে বৃহস্পতিবার বিষয়টি মৌখিকভাবে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হয়। এরপর থেকে তার নিখোঁজের সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে আজ সকালে শহরের পাশের লাউকাঠি নদীর উত্তরপাড় সরকারি গোডাউন ঘাট সংলগ্ন জায়গায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ মাহমুদ জানান, শুক্রবার সকালে নদীর পাড় থেকে ভাসমান অবস্থায় আল আমিনের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।