যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনে নতুন এক বিভাগের নেতৃত্বে ইলন মাস্ক এবং বিবেক রামস্বামীকে নিয়োগ দিয়েছেন। রিপাবলিকান দলে তার সাবেক প্রতিদ্বন্দ্বী রামস্বামী এবং টেসলা-স্পেসএক্সের প্রধান মাস্ককে নতুন এই দায়িত্বে এনেছেন, যার লক্ষ্য হচ্ছে সরকারি আমলাতন্ত্রের সংস্কার, অতিরিক্ত বিধি-বিধান কমানো এবং ব্যয় হ্রাস।
বিবৃতিতে ট্রাম্প বলেন, “এই দুই চমৎকার আমেরিকান একসাথে আমার প্রশাসনের জন্য সরকারি ব্যবস্থাকে ভেঙে ফেলতে এবং নতুন ধারায় কাজ করতে সহায়তা করবেন।” নতুন এই বিভাগটির নাম দেওয়া হয়েছে ‘ডজ,’ যার অনুপ্রেরণা এসেছে মাস্কের জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি ‘ডজ কয়েন’ থেকে।
মাস্ক ট্রাম্পের নির্বাচনী প্রচারণার জন্য ২০০ মিলিয়ন ডলার পর্যন্ত দান করেছিলেন এবং অন্যতম শীর্ষ ডোনার হিসেবে কাজ করেছিলেন। অন্যদিকে, প্রাইমারিতে ট্রাম্পের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরে রামস্বামী তার সমর্থকে পরিণত হন। রামস্বামী ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) বিলুপ্ত করার পরামর্শ দিয়েছিলেন এবং সরকারি নীতির পরিবর্তনের বিষয়ে ট্রাম্পকে সহায়তা করছেন।
নিজের সামাজিক মাধ্যমে মাস্ক বলেছেন, “মানুষ বুঝতেও পারবে না কত বড় পরিবর্তন আনতে যাচ্ছি।” রামস্বামীও মন্তব্য করেন, “আমরা কিন্তু সুবোধ থাকব না।”
ট্রাম্প ইতিমধ্যেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ঘোষণা করেছেন এবং নির্বাচিত হলে তিনি আগামী বছরের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।