পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বনন্দিত ক্রিকেটার ইমরান খানের মুক্তির দাবিতে সারা দেশে চলছে ব্যাপক বিক্ষোভ। বিশেষ করে মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়লাভের পর পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।
স্থানীয় সংবাদমাধ্যম ‘দ্য ডন’ এবং ‘দ্য প্রিন্ট’-এর বরাতে জানা যায়, ট্রাম্পের জয় ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। পিটিআই নেতা সৈয়দ জুলফি বুখারি বলেন, “আমি রিপাবলিকান পার্টির নেতাদের সঙ্গে ইমরান খানের মুক্তির বিষয়ে আলোচনা করবো। ইমরানের প্রতি ট্রাম্পের সফট কর্নার রয়েছে।”
তবে ক্ষমতাসীন মুসলিম লীগ (নওয়াজ) এসব দাবি প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেন, এ ধরনের সংযোগের কোনো সত্যতা নেই।
ইমরান খানের পক্ষ থেকে ট্রাম্পের জয়ের পর অভিনন্দন জানিয়ে পোস্ট দেওয়া হয়েছিল, যেখানে ইমরান তাকে ‘ভালো বন্ধু’ হিসেবে অভিহিত করেন। ওই বার্তায় বলা হয়, মার্কিন নির্বাচনে ট্রাম্পের বিজয় গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি এক নতুন প্রত্যাশার সঞ্চার করবে এবং বিশ্বশান্তি ও মানবাধিকারে তার ভূমিকা আরও জোরদার হবে।