BMBF News

ইসরায়েলি হামলায় বৈরুতে নিহত ২০, গাজায় ৩৮

ইসরায়েলি বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে এবং গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে অন্তত ২০ জন এবং ৩৮ জনকে হত্যা করেছে।

লেবাননের রাজধানী বৈরুতে গতকাল শনিবার ভোরে ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলায় অন্তত ২০ জন নিহত এবং ৬০ জনেরও বেশি আহত হয়েছেন। স্থানীয় বাস্তা এলাকায় ৮ তলা একটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আশপাশের ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, হামলায় ইসরায়েলি বাহিনী বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করেছে। ইসরায়েলের দাবি, ওই ভবনে হিজবুল্লাহর ঊর্ধ্বতন এক নেতাকে টার্গেট করে হামলা চালানো হয়।

গাজার নুসেইরাত এলাকায় কামাল আদওয়ান হাসপাতাল এবং আল-ফারুক মসজিদে ইসরায়েলি হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। চলমান সংঘাতে এ পর্যন্ত ৪৪ হাজারের বেশি মানুষ নিহত এবং এক লাখের বেশি আহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ২০ লাখেরও বেশি মানুষ।

এদিকে, ইসরায়েলি বাহিনীর আক্রমণ আরও জোরদারের ফলে লেবানন ও গাজায় মানবিক সংকট গভীরতর হচ্ছে।