BMBF News

চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি বিজেপির

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি। সোমবার পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্তে সনাতনীরা অবরোধ করবে এবং কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করবে।”

সোমবার বিকেলে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে। তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় আটক দেখানো হয়েছে।

শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, “বাংলাদেশ সরকার হিন্দুদের ওপর অত্যাচার করছে। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে হিন্দুদের অস্তিত্বকে হুমকির মুখে ঠেলে দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, “সোমবার রাতের মধ্যে মুক্তি না দিলে সীমান্ত অবরোধ করে ভারত থেকে বাংলাদেশের সব ধরনের পরিষেবা বন্ধ করা হবে। একই সঙ্গে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হবে।”

চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা করেছেন ফিরোজ খান নামে এক ব্যক্তি। এর আগে তিনি চট্টগ্রামে অনুষ্ঠিত সনাতনী জাগরণ মঞ্চের সমাবেশে নেতৃত্ব দিয়েছিলেন। ইসকন বাংলাদেশ ইতোমধ্যে চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করেছে বলে জানা গেছে।

সূত্র: দ্য ওয়াল