ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত। উভয় দেশের জনগণের স্বার্থে এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন বিক্রম মিশ্রি।
তিনি বলেন, “আমাদের মধ্যে অত্যন্ত খোলামেলা ও গঠনমূলক আলোচনা হয়েছে। ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক চায়। এই সম্পর্কের মূল কেন্দ্র হবে জনগণের কল্যাণ।”
বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠকে অংশ নিতে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে সোমবার সকালে ঢাকায় আসেন বিক্রম মিশ্রি। এটি তার প্রথম বাংলাদেশ সফর।
বিক্রম মিশ্রি বলেন, “সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের সঙ্গে সম্পর্কিত আমাদের উদ্বেগগুলো জানিয়েছি। সাংস্কৃতিক, ধর্মীয় ও কূটনৈতিক সম্পত্তির ওপর হামলার কিছু দুঃখজনক ঘটনা নিয়েও আলোচনা করেছি।”
তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক সব সময় জনমুখী ছিল এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে।