ফ্রান্সে কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মধ্যপন্থি নেতা ফ্রঁসোয়া বায়রু-র নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ।
গত ৪ ডিসেম্বর পার্লামেন্টে অনাস্থা ভোটে সাবেক প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের ক্ষমতাচ্যুতি ফ্রান্সে নতুন সংকট সৃষ্টি করেছিল। নতুন প্রধানমন্ত্রী বায়রু যাতে স্থিতিশীলভাবে দায়িত্ব পালন করতে পারেন, সেটি এখন মাক্রোঁর অন্যতম বড় লক্ষ্য।
মিশেল বার্নিয়ের মাত্র তিন মাস প্রধানমন্ত্রী পদে ছিলেন। তবে পার্লামেন্টের এমপিরা নয়দিন আগে অনাস্থা ভোটের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করেন।
বিবিসির তথ্যমতে, ফ্রঁসোয়া বায়রু প্রেসিডেন্ট মাক্রোঁর দীর্ঘদিনের মিত্র। তিনি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মেয়র এবং মোডেম পার্টির নেতা। এলিসি প্রাসাদে মাক্রোঁর সঙ্গে দুই ঘণ্টার আলোচনার পর তার নাম চূড়ান্ত করা হয়।
এর আগে মাক্রোঁ বৃহস্পতিবার নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন বলে ধারণা করা হয়েছিল। তবে তা পিছিয়ে শুক্রবার ঘোষণা করা হয়।
ফ্রান্সের প্রস্তাবিত বাজেট নিয়ে চলমান ক্ষোভের মধ্যে ৫৩ শতাংশ মানুষ সরকারের পতন চেয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বার্নিয়ের বিশেষ ক্ষমতাবলে পার্লামেন্টে ভোট ছাড়াই বাজেট বিল পাস করান, যা তাকে অনাস্থার মুখে ফেলে।
নতুন প্রধানমন্ত্রী ফ্রঁসোয়া বায়রুকে এখন তাৎক্ষণিকভাবে একটি বাজেট বিল পাস করানোর চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।