BMBF News

মায়োট দ্বীপপুঞ্জে ঘূর্ণিঝড় সিদোর তাণ্ডব, হাজারো মানুষের মৃত্যুর আশঙ্কা

ফ্রান্সের ভারত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ মায়োটে ঘূর্ণিঝড় সিদোর আঘাতে হাজারো মানুষের প্রাণহানির শঙ্কা দেখা দিয়েছে। প্রলয়ঙ্করী এ ঝড়ের ফলে শত শত ঘরবাড়ি ধ্বংস হয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন এবং স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়েছে।

ফ্রান্সের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড় সিদো ঘণ্টায় ২০০ কিলোমিটারের বেশি গতিতে আঘাত হেনেছে। এটি গত ৯০ বছরের মধ্যে মায়োটে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়।

স্থানীয় ফরাসি প্রশাসক ফসোঁয়া-জেভিয়ে বিউভিল বলেন, “আমরা কয়েকশ থেকে কয়েক হাজার প্রাণহানির শঙ্কা করছি।”

মায়োটের রাজধানী মামুদজৌয়ের বাসিন্দা মোহাম্মদ ইসমাঈল জানান, “ঘূর্ণিঝড়ের প্রভাব দেখে মনে হচ্ছে আমরা যেন পারমাণবিক যুদ্ধ-পরবর্তী ধ্বংসের মধ্যে আছি। একটি পুরো এলাকা নিশ্চিহ্ন হয়ে গেছে।”

ফরাসি পুলিশের ড্রোন ফুটেজে দেখা গেছে, পাহাড়জুড়ে ধ্বংসস্তূপ এবং ধসে পড়া বাড়ি। অবৈধ অভিবাসীদের নির্মিত অস্থায়ী ঘরগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

দুর্গত এলাকাগুলোতে খাবার, বিশুদ্ধ পানি এবং স্যানিটেশনের অভাব প্রকট আকার ধারণ করছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ নিহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।

মায়োটের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর কারণে মৃতদেহ দ্রুত কবর দেওয়া হয়, যা প্রকৃত প্রাণহানির সংখ্যা নির্ধারণকে আরও কঠিন করে তুলেছে বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

প্যারিস থেকে প্রায় আট হাজার কিলোমিটার দূরে অবস্থিত মায়োট দ্বীপপুঞ্জ দীর্ঘদিন ধরে সামাজিক অস্থিরতা, সহিংসতা এবং দারিদ্র্যের শিকার। ঘূর্ণিঝড় সিদোর তাণ্ডব দ্বীপপুঞ্জের মানবিক সংকটকে আরও তীব্রতর করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং পুনর্বাসন কার্যক্রম শুরু করতে আরও সময় লাগবে। বর্তমানে আন্তর্জাতিক সহায়তার প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।