BMBF News

বিজয় দিবসে প্রতিবন্ধী পরিবারের পাশে জয়দেবপুর থানার ওসি

৩৩

প্রতিবন্ধী স্বামী ও তিন সন্তানসহ নিজেও প্রতিবন্ধী, এমন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন গাজীপুরের ভাওয়ালগড় ইউনিয়নের রুদ্রপুর গ্রামের বাসিন্দা স্বপ্না শীল। এক পরিবারের পাঁচ সদস্যের সবাই প্রতিবন্ধী হওয়ায়, তারা চরম অভাব-অনটনে দিন পার করছেন। সরকারের কোন সহায়তা না পাওয়ায়, অনেকটা অসহায়ত্ব প্রকাশ করেছেন স্বপ্না শীল।

স্বপ্না শীল বলেন, “আমার তিনটি সন্তানই প্রতিবন্ধী। বাদল শীল আমার বড় ছেলে, তার বয়স এখন ২৫ বছর। ছোট ছেলেটাও প্রতিবন্ধী। পাঁচজনের সংসার কোনরকমে খেয়ে না খেয়ে দিন পার করতে হয় আমাদের। সরকারি কোন সুযোগ-সুবিধা আমাদের ভাগ্যে জুটেনি।”

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে এ পরিবারটির পাশে দাঁড়িয়েছেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম। তিনি ফুল ও বিভিন্ন ধরনের খাবার নিয়ে ওই প্রতিবন্ধী পরিবারের বাড়িতে যান। সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের রুদ্রপুরে ওই পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজ-খবর নেন। এসময় ওসি তাদের পছন্দের বিভিন্ন ধরনের খাবার মুখে তুলে খাইয়ে দেন।

ওসির আগমনের বিষয়ে স্বপ্না শীল বলেন, “একজন থানার বড় কর্মকর্তা আমাদের দেখতে এসেছেন। সাথে অনেক ফল ও খাবার নিয়ে এসেছেন। অনেক দিন পরে ভালো খাবার দেখে আমার ছেলেরা অনেক আনন্দ পেয়েছে, আমিও মা হিসেবে খুশি হয়েছি।”

ওসি আব্দুল হালিম বলেন, “১৬ ডিসেম্বর, বাঙালি জাতির আনন্দের দিন। সারাদেশে আজ বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। তাই বিজয় দিবসের আনন্দটা ভাগাভাগি করে নিতে আমি তাদের বাসায় গিয়েছি। তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎসহ ছেলেটার চিকিৎসার খোঁজ নিয়েছি। আমার এই আগমনই শেষ নয়। আমি নিয়মিত ওই পরিবারের খোঁজ-খবর নেব এবং তাদের যদি প্রয়োজন হয়, তাহলে চিকিৎসাসহ আনুষঙ্গিক দায়-দায়িত্ব বাংলাদেশ পুলিশ এর পক্ষ থেকে নেয়া হবে।”

তিনি আরও বলেন, “এই পরিবারটির জন্য সরকারি কোনো সংস্থা সহায়তা করেনি, সেটা জানলাম। তবে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ওই পরিবারটির জন্য সহায়তা অব্যাহত থাকবে। সরকারি সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে তাদের জন্য কি ব্যবস্থা নেয়া যায়, তা আমরা চেষ্টা করবো। সরকারি বিভিন্ন সংস্থার সহায়তায় তাদের কিভাবে সাহায্য করা যায়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।”