ভারতের মুম্বাই উপকূলে ভারতীয় নৌবাহিনীর একটি স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ফেরিকে ধাক্কা দিলে ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে নৌবাহিনীর তিন সদস্যও রয়েছেন।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, এ ঘটনায় শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বেসরকারি মালিকানাধীন ফেরিটি মুম্বাই থেকে জনপ্রিয় পর্যটন কেন্দ্র এলিফ্যান্টা গুহার দিকে যাচ্ছিল। নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষামূলক যাত্রায় থাকা স্পিডবোটটির ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিতে ধাক্কা দেয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক যাত্রী জানান, “ধাক্কার পরপরই ফেরিতে পানি ঢুকতে শুরু করে এবং এটি উল্টে যায়। আমরা দ্রুত লাইফ জ্যাকেট পরেছিলাম। প্রায় ১৫ মিনিট সাঁতার কাটার পর একটি নৌকা আমাদের উদ্ধার করে।”
ঘটনার পরপরই ভারতীয় নৌবাহিনী ও স্থানীয় উদ্ধারকারী দলগুলো তৎপর হয়ে ওঠে। ফেরির যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইটে শোক প্রকাশ করে বলেছেন, “মুম্বাইয়ে নৌকাডুবির ঘটনা অত্যন্ত দুঃখজনক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।”
নৌবাহিনী একটি বিবৃতিতে দুঃখ প্রকাশ করে বলেছে, “ইঞ্জিন পরীক্ষার মধ্যে থাকা একটি নৌযান এই দুর্ঘটনার জন্য দায়ী। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।”