BMBF News

পি কে হালদারকে জামিন দিল কলকাতার আদালত

বাংলাদেশ থেকে অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার)সহ তিনজনকে জামিন দিয়েছে কলকাতার নগর দায়রা আদালত। শুক্রবার (২০ ডিসেম্বর) আদালতের বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় তাদের জামিন মঞ্জুর করেন।

পি কে হালদারের সঙ্গে জামিন পেয়েছেন স্বপন মিস্ত্রি ও উত্তম মিস্ত্রি। আদালতের শর্ত অনুযায়ী, প্রত্যেককে ১০ লাখ রুপির বন্ড জমা দিতে হবে, যার মধ্যে ৫ লাখ রুপির লোকাল বন্ড বাধ্যতামূলক। তাদের মামলা চলাকালীন নিয়মিত আদালতে হাজিরা দিতে হবে এবং দেশ বা রাজ্য ত্যাগ করা যাবে না।

আদালতে পি কে হালদারের পক্ষের আইনজীবী মিলন মুখার্জি বলেন, অভিযুক্ত আড়াই বছর ধরে জেল হেফাজতে আছেন। ভারতীয় আইনে মানিলন্ডারিং মামলায় সর্বোচ্চ সাজা সাত বছর হতে পারে। এতদিন জেল হেফাজতে থাকার পর জামিনে সমস্যা হওয়ার কথা নয়। তবে ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জামিনের বিরোধিতা করেন।

দুই পক্ষের শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন এবং পরবর্তী শুনানির জন্য ৯ জানুয়ারি দিন ধার্য করেন।

২০২২ সালের ১৪ মে পশ্চিমবঙ্গের বৈদিক ভিলেজ থেকে পি কে হালদারসহ ছয়জনকে গ্রেপ্তার করেছিল ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এরপর থেকে তারা ভারতের বিভিন্ন জেলে বন্দি ছিলেন। জামিনপ্রাপ্তদের মধ্যে পি কে হালদারসহ পাঁচ পুরুষ প্রেসিডেন্সি জেলে এবং এক নারী সহযোগী আলিপুর সংশোধনাগারে ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, জামিন কার্যকর হতে এক সপ্তাহ সময় লাগবে।