BMBF News

লিবিয়া উপকূলে উদ্ধার ২০ লাশ: সবাই বাংলাদেশি, আশঙ্কা রেড ক্রিসেন্টের

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে উদ্ধার হওয়া ২০টি লাশের সবাই বাংলাদেশি হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটি। শনিবার লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের বরাতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, নিহতদের মরদেহ পচন ধরা অবস্থায় থাকায় ইতোমধ্যে দাফন করা হয়েছে। তবে কোনো সূত্র থেকেই নিহতদের জাতীয়তা নিশ্চিত করা সম্ভব হয়নি। স্থানীয় রেড ক্রিসেন্টের ধারণা, সবাই বাংলাদেশি হতে পারেন।

নিহতদের সঙ্গে কোনো পরিচয়পত্র বা নথিপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ঘটনাস্থলটি লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের আওতাধীন, যার রাজধানী বেনগাজি। দূতাবাস এখনও ঘটনাস্থল পরিদর্শনের অনুমতি পায়নি।

বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে জানানো হয়, “ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগা তীর থেকে গত দুই দিনে বেশ কয়েকজন অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষের মতে, অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর এসব লাশ ব্রেগা উপকূলে ভেসে আসে।”

উদ্ধার হওয়া লাশগুলোর মধ্যে বাংলাদেশিরা থাকতে পারেন বলে বিভিন্ন সূত্র থেকে ইঙ্গিত পাওয়া গেলেও এখনো তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের পরিচয় নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে একটি দল ঘটনাস্থলে পাঠানোর ব্যবস্থা করেছে।