BMBF News

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ফতেপুর সীমান্তের ওপারে বিএসএফের হাতে আটকের পর এক বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুতি থানার ঠাকুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মো. সাইদুর রহমান।

নিহত যুবকের নাম বারিকুল ইসলাম (৩৫)। তিনি শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর গ্রামের সেতার রহমানের ছেলে।

ইউপি সদস্য সাইদুর রহমান জানান, ভারতের ওই এলাকায় একটি বালুর চরে বারিকুলের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। সেখানকার এক ব্যক্তি লাশের ছবি তুলে সীমান্তের স্থানীয় এক বাসিন্দার কাছে পাঠালে বিষয়টি জানাজানি হয়।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, গরু আনতে কয়েকজন মিলে ভারতে গিয়েছিলেন। বিএসএফের ধাওয়া খেয়ে অন্যরা পালিয়ে আসলেও বারিকুল ধরা পড়ে যান। পরে বিএসএফের নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলে শোনা যাচ্ছে।

তবে নিহতের ছোট ভাই সুমন জানান, তার ভাই একজন পেশাদার জেলে। তার অভিযোগ, পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বিএসএফ সদস্যদের হাতে আটক হন বারিকুল। পরে নির্যাতনের ফলে তার মৃত্যু হয়।

সুমন আরও জানান, স্থানীয়দের কাছ থেকে তিনি শুনেছেন, তার ভাইয়ের মরদেহ ভারতের সুতি থানার মহিশাল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ছাড়া, বারিকুলের মৃত্যুর খবর ভারতীয় একটি সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বলেন, “বিএসএফের নির্যাতনে বাংলাদেশির মৃত্যুর কোনো খবর আমাদের কাছে নেই। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।”

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, “বিষয়টি আমরা স্থানীয়দের কাছ থেকে শুনেছি।”