BMBF News

সেভ দ্য চিলড্রেনের প্রকল্প পরিচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় একটি ফ্ল্যাট থেকে সেভ দ্য চিলড্রেনের প্রকল্প পরিচালক উৎপল রায় এর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ (১১ ফেব্রুয়ারি) মঙ্গলবার মধ্যরাতে টানবাজারে সাহাপাড়ায় একটি ৭তলা ভবনের চতুর্থতলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ওই বাড়ির নিরাপত্তা প্রহরী ও ফ্ল্যাটের গৃহকর্মী।

নিহত ৬২ বছর বয়সী উৎপল রায় বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের একটি প্রকল্পের পরিচালক। তিনি চিকিৎসক ছোট ছেলেকে নিয়ে সাহাপাড়ার ওই ফ্ল্যাট ভাড়া থাকতেন। তার বড় ছেলে একজন প্রবাসী প্রকৌশলী।

পুলিশ ও ওই বাড়ির লোকজন জানান, সোমবার সন্ধ্যায় ফ্ল্যাটে একাই ছিলেন উৎপল রায়। রাত নয়টায় ওই ফ্ল্যাট থেকে গৃহকর্মীকে বাইরে বেড়িয়ে যেতে দেখা যায়।

পরে নিহতের ছেলে উজ্জ্বল রায় কাজ শেষে বাড়ি ফিরে দরজা ভেঙে ভেতরে গিয়ে তার বাবার রক্তাক্ত মরদেহ মেঝেতে পরে থাকতে দেখে পুলিশে খবর দেন। এর পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক জামাল উদ্দিন জানান, দুষ্কৃতকারীরা ওই ফ্ল্যাটের আলমারি ভেঙে ১০ ভরি স্বর্ণের অলংকারসহ টাকা নিয়ে গেছে। পুলিশের ধারণা, ডাকাতির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ওই এনজিও কর্মকর্তাকে হত্যা করা হয়েছে।