কক্সবাজার, যশোর, নীলফামারী ও সুনামগঞ্জের পুলিশ সুপারদের (এসপি) প্রত্যাহার করা হয়েছে। সোমবার পৃথক চিঠির মাধ্যমে তাঁদের প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবারের (১৮ ফেব্রুয়ারি) মধ্যে তাঁদের পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ রয়েছে।
প্রত্যাহার হওয়া চার এসপি হলেন- কক্সবাজারের মুহাম্মদ রহমত উল্লাহ, যশোরের মো. জিয়াউদ্দিন আহম্মেদ, নীলফামারীর মোহাম্মদ মোর্শেদ আলম ও সুনামগঞ্জের আ ফ ম আনোয়ার হোসেন খান। এর মধ্যে মুহাম্মদ রহমত উল্লাহর বিরুদ্ধে ইয়াবা কারবারে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে, আর আ ফ ম আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে।
কক্সবাজার ও সুনামগঞ্জের পুলিশ সুপারদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ জানা গেলেও যশোর ও নীলফামারীর এসপিদের বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, যেহেতু তাঁদের এক দিনের মধ্যে প্রত্যাহার করে সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে, এটি সাধারণ বদলির অংশ নয়। নৈতিক স্খলন ও দুর্নীতির অভিযোগের কারণেই তাঁদের প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজলুল করিম স্বাক্ষরিত পৃথক চিঠিতে চার এসপিকে দায়িত্ব হস্তান্তর করে ১৮ ফেব্রুয়ারি পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া) ইনামুল হক বলেন, চার এসপিকে তাঁদের দায়িত্বভার হস্তান্তর করে মঙ্গলবারের (১৮ ফেব্রুয়ারি) মধ্যেই সদর দপ্তরে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে।