BMBF News

ধর্ষণের প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মধ্যরাতের সড়ক অবরোধ

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শনিবার রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের রফিক-জব্বার হল চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। এরপর রাত আড়াইটা থেকে তিনটা পর্যন্ত শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।

বিক্ষোভকালে শিক্ষার্থীরা ‘ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’—এমন নানা স্লোগান দেন।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ আলী চিশতি বলেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় সরকারের নীরব ভূমিকায় আমরা ক্ষুব্ধ। প্রতীকী অবরোধের মাধ্যমে আমাদের প্রতিবাদ জানিয়েছি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ধর্ষকদের গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আবারও সড়ক অবরোধ করে দেশ অচল করে দেওয়া হবে।’

নৃবিজ্ঞান বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, ‘প্রতিদিন ধর্ষণের ঘটনা ঘটছে। মাগুরা ও গাজীপুরে শিশুর ওপর বর্বর নির্যাতনের ঘটনা ঘটেছে। একটি রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা দেওয়া, কিন্তু আমরা দেখতে পাচ্ছি, স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন। ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।’

শিক্ষার্থীদের দাবি, ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত না হলে তাঁরা রাজপথে আরও বড় কর্মসূচির দিকে যাবেন।