পুলিশকে সহযোগিতার আহ্বান জানিয়ে স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার (১১ মার্চ) রাতে ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে সরকার উদ্যোগ নিয়েছে এবং এ বিষয়ে আরও পদক্ষেপ নিতে সরকার আন্তরিক।
তিনি উল্লেখ করেন, পুলিশের সক্রিয়তার ফলে বনানীর ছিনতাই মামলার আসামিদের গ্রেপ্তার সম্ভব হয়েছে। তবে পুলিশের মনোবল একসময় ভেঙে পড়েছিল, যা পুনরুদ্ধারে সময় ও সংস্কার প্রয়োজন।
সরকারবিরোধী কোনো ষড়যন্ত্র যেন নাগরিক আন্দোলনের সুযোগ না নেয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। অস্থিতিশীলতা ও মব সন্ত্রাস রোধে সবাইকে সচেতন থাকতে হবে।”
তিনি আরও বলেন, “ন্যায়বিচার দ্রুত করলে তা যেন ন্যায়বিচারের ব্যত্যয় না ঘটায়, সে বিষয়ে সতর্ক থাকা দরকার। সরকারের লক্ষ্য নাগরিকবান্ধব পুলিশ গঠন ও আইনশৃঙ্খলা রক্ষা করা।”