BMBF News

সেনাবাহিনী নিয়ে ভারতীয় মিডিয়ার মিথ্যাচার, কড়া প্রতিবাদ আইএসপিআরের

বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ভারতীয় গণমাধ্যমের বিভ্রান্তিকর সংবাদকে ‘সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক’ বলে উল্লেখ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

মঙ্গলবার (১১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, সম্প্রতি দ্য ইকোনমিক টাইমস ও ইন্ডিয়া টুডেসহ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম সেনাবাহিনীর অভ্যন্তরে অভ্যুত্থান ও চেইন অব কমান্ড ভেঙে যাওয়ার মিথ্যা তথ্য প্রচার করেছে। এটি বাংলাদেশ ও সশস্ত্র বাহিনীর স্থিতিশীলতা বিনষ্টের উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার অংশ।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়, সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে বাহিনী শক্তিশালী, ঐক্যবদ্ধ এবং সাংবিধানিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। বাহিনীর শৃঙ্খলা অটুট রয়েছে এবং অভ্যন্তরীণ আনুগত্যহীনতার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

আইএসপিআর আরও জানায়, দ্য ইকোনমিক টাইমস পূর্বেও একই ধরনের বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করেছে, যা তাদের উদ্দেশ্য ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “সংবাদমাধ্যমগুলোকে দায়িত্বশীলভাবে কাজ করার এবং মিথ্যা তথ্য প্রচার করে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানাই।”