রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সন্তু লারমা গ্রুপের অস্ত্রধারী সদস্যদের গুলিতে প্রসীত খীসা নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর কালেক্টর নির্মল চাকমা নিহত হয়েছেন।
রোববার (১৬ মার্চ) সকালে রাঙামাটি সদর উপজেলার সাফছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তন্যা খামার পাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত নির্মল চাকমা নানিয়ারচর উপজেলার তৈচাকমা গ্রামের সুনীল বিহারী খীসার ছেলে।
স্থানীয়রা জানান, রোববার সকালে তন্যা খামার পাড়া এলাকায় ইউপিডিএফের তিনজন কালেক্টরকে লক্ষ্য করে পিসিজেএসএস সদস্যরা গুলি চালায়। এতে ইউপিডিএফের সাব-পোস্ট পরিচালক ও কালেক্টর নির্মল চাকমা ঘটনাস্থলেই নিহত হন। তবে ইউপিডিএফের অন্য দুই সদস্য পালিয়ে যেতে সক্ষম হন।
ঘটনার পর ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে সন্তু লারমার নেতৃত্বাধীন পিসিজেএসএসকে দায়ী করা হয় এবং হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, “চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হলেও অন্তর্বর্তী সরকার সন্তু লারমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। রাষ্ট্রীয় বিশেষ মহল এখনো তাকে মদত দিয়ে খুন-খারাবি চালিয়ে যাচ্ছে। ইউপিডিএফ সদস্য নির্মল খীসার হত্যার ঘটনাও তারই অংশ।”
বিবৃতিতে ইউপিডিএফ নেতা নির্মল খীসার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও মূল হোতা সন্তু লারমাকে আঞ্চলিক পরিষদ থেকে অপসারণের দাবি জানানো হয়।
এ বিষয়ে রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দীন বলেন, “আমিও ঘটনাটি শুনেছি। পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। পরে বিস্তারিত জানা যাবে।”