দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর দুমকিতে উপজেলা যুবদলের সদস্য সচিব মো: সালাউদ্দিন আহমেদ রিপন শরীফকে গতকাল মঙ্গলবার যুবদলের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক চিঠিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার দায়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
সাংবাদিকদের একান্ত সাক্ষাৎকারে রিপন শরীফ বলেন, আজ আমি গ্রুপিং রাজনীতির স্বীকার। কি করিনি দলের জন্য? বিগত ১৬ বছরে একটি দিন বাড়িতে ঘুমাতে পারিনি। শুধু আমিই না আমার আমার পরিবারও কেউ বাড়িতে ঘুমাতে পারেনি। এমন কোন মামলা ছিলনা যেখানে আমাকে আসামী করা হয়নি এমনকি আমাকে ক্রসফায়ারেরও মুখোমুখি হতে হয়েছে। অনেকটা সময় পার করতে হয়েছে জেল খেটে। এবং জুলাই আগস্টে জীবন বাজি রেখে মাঠে ছিলাম। দুমকি তথা পটুয়াখালীতে বিএনপির দু’টি কোরাম যার প্রতিহিংসার ফসল আমার বহিষ্কারাদেশ। আমি জনাব তারেক রহমান স্যারের দৃষ্টি আকর্ষণ করছি আমার বিরুদ্ধে কে বা কাহারা মিথ্যে বানোয়াট অভিযোগ দাখিল করেছেন আমি জানি না তবে আমি চাই এটা সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হোক সেখানে আমি অপরাধী প্রমানিত হলে দলের যেকোনো সিদ্ধান্ত মেনে নিব।