BMBF News

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ২ জনের মৃত্যুদণ্ড

১৮

হবিগঞ্জ প্রতিবেদন:

হবিগঞ্জে দশম শ্রেণির ছাত্রীকেসংঘবদ্ধ ধর্ষণের দায়ে দুই জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম নাসিম রেজা এ রায় ঘোষণা করেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলো-হবিগঞ্জের মাধবপুর উপজেলার দূর্গাপুর গ্রামের শাহিদ মিয়া (৪৫) ও রাজেন্দ্রপুর গ্রামের মোস্তফা (৩৫)।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৮ জুন রাতে জানালা ভেঙে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ করে শাহিদ ও মোস্তফা। এ সময় বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেয় তারা। ঘটনার পরদিন রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মাধবপুর থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ রায় দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর স্পেশাল পিপি মো. মোস্তফা মিয়া বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে এই ধরনের অপরাধ থেকে মানুষ বিরত থাকবে। রায়ে বাদীপক্ষ খুশি। এখন আমরা চাই দ্রুত রায় কার্যকর করা হোক।