কামাল হোসেন বিশেষ প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের বায়তুল ওয়াজেদ জামে মসজিদে সভাপতি আবদুর রব হাওলাদারের বিরুদ্ধে মসজিদের গাছ বিক্রি সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় মুসল্লিরা।
মুসুল্লিরা অভিযোগ করে গনমাধ্যমকে বলেন সভাপতি আবদুর রব হাওলাদার মসজিদের কমিটির কোন সদস্যদের না জানিয়ে ১০-১২টি গাছ বিক্রী করে দেন যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। মসজিদের নামে ওয়াকফাকৃত জমি দখলে না দেওয়া,বিদেশি অর্থায়নে মসজিদ পাকাকরণের পরও মুসল্লিদের কাছ থেকে ৫, ১০ ও ১৫ হাজার টাকা করে চাঁদা নেওয়া, এছাড়া পাঁচ মাস ধরে স্থায়ী ইমাম নেই। ওয়াক্তের নামাজও নিয়মিতভাবে আদায় হচ্ছে না। তাই মুসল্লিরা নতুন কমিটি গঠন, স্থায়ী ইমাম নিয়োগ, মসজিদ সংস্কার এবং গাছ ও জমির সঠিক হিসাব প্রদানের দাবি জানিয়েছেন।
মসজিদ কমিটির সভাপতি আবদুর রব হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, দাদার নামে জমি দান করে মসজিদ প্রতিষ্ঠা করেছেন। উন্নয়নের জন্য গাছ বিক্রি করা হয়েছে এবং জমির হিসাবও রয়েছে। একটি মহল তাকে বিতর্কিত করার চেষ্টা করছে। বিদেশি সংস্থার মসজিদ আনতে তিন লাখ টাকা জমা দিতে হয়েছে এবং মুসল্লিদের কাছ থেকে প্রায় এক লাখ টাকা দান পাওয়া গেছে। শীঘ্রই মুসল্লিদের মতামত নিয়ে নতুন কমিটি গঠন ও হিসাব উপস্থাপন করা হবে।