BMBF News

উত্তরার মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ৩১: আইএসপিআর

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা ৩১ জনে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে। এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত ১৬৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আইএসপিআর জানায়, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের জন্য ঢাকার কুর্মিটোলার বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণ পরেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে পাইলট, ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম, বিমানটিকে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যবশত, বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দুই তলা ভবনের ওপর বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় পাইলট নিজেও নিহত হয়েছেন।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। আহতদের দ্রুত উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

আইএসপিআর আরও জানিয়েছে, এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য বিমানবাহিনীর একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালন করা হয়।