রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনা থানার পুলিশের অভিযানে ইয়াবাসহ মোঃ কবির হোসেন (৪৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়,
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম নির্দেশনায়
এসআই (নিঃ) মোঃ মাসুম বিল্লাহ এবং এসআই (নিঃ) গোবিন্দ চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বাঁশবাড়িয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে ধৃত আসামির বসত ঘরের সামনে চৌকির ওপর অবস্থানরত অবস্থায় কবির হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার পরিধেয় লুঙ্গির ভেতর থেকে একটি নীল পলি জিপার ব্যাগে রাখা মোট ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় চৌকিদার ও বাসিন্দা মোঃ মকবুল হোসেন (৫০), মোঃ আনোয়ার হোসেন (৪২), এবং পুলিশ কনস্টেবল মোঃ সিফাত। তাদের সামনে ধৃত আসামি নিজ হাতে ইয়াবা ট্যাবলেট বের করে দেয় এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।
জব্দকৃত ইয়াবা এবং ধৃত আসামিকে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম জানান, “মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের কোনো ছাড় দেয়া হবে না।