BMBF News

দুমকিতে দেশ বরেণ্য  হাফেজদের মিলন মেলা অনুষ্ঠিত

২২
কামাল হোসেন বিশেষ প্রতিনিধি:

 

 

পটুয়াখালীর দুমকি উপজেলাধীন লেবুখালী দারুল কুরআন ক্যাডেট হিফজ একাডেমিতে আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার প্রাপ্ত দেশ বরেণ্য হাফেজদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ৭ সেপ্টেম্বর)  সকাল ৯টায়
লেবুখালী দারুল কুরআন ক্যাডেট হিফজ একাডেমি’র তিন নম্বর শাখায় এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

লেবুখালী দারুল কোরআন ক্যাডেট হিফজ একাডেমীর
প্রতিষ্ঠাতা এবং পরিচালক, হাফেজ ক্বারী মুহা. আমানাতুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মিলন মেলায় প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন একাধিকবার আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ, ক্বারী নাজমুস সাকিব
বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ, ক্বারী জাকারিয়া । লেবুখালী দারুল কোরআন ক্যাডেট হিফজ একাডেমীর শিক্ষার্থীরা হামদ, নাদ গজল পরিবেশন এবং কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানটি মনোমুগ্ধকর করে তোলেন। এসময় প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে লেবুখালী দারুল কোরআন ক্যাডেট হিফজ একাডেমীর ৫ম শাখা উদ্ভোধন করেন অতিথিরা। দোয়া মোনাজাত এর মধ্য দিয়ে মিলন মেলার সমাপ্তি ঘোষনা করা হয়।