BMBF News

সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে রাজশাহী বিএনপি সমাবেশে নেতাকর্মীরা

রাজশাহী প্রতিনিধি:

সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে চলে এসেছেন বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (৩ ডিসেম্বর) ভোর ৬টায় গণসমাবেশের জন্য রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ খুলে দেয় পুলিশ।

এরপর থেকেই বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে গণসমাবেশস্থলে ঢুকতে থাকেন।
বিএনপি কর্মীরা জানান, গণসমাবেশস্থলের অগ্রভাগে বসার জন্য তারা আগেভাগেই মাদ্রাসা মাঠে চলে এসেছেন।

আর বিএনপির নেতারা বলছেন, দুপুর ২টা থেকে গণসমাবেশ শুরু কথা থাকলেও নেতাকর্মীরা চলে আসায় তারা দুপুর ১২টা থেকেই গণসমাবেশ শুরু করবেন। সমাবেশে প্রথমে স্থানীয় নেতারা বক্তব্য রাখবেন।

পরে শেষদিকে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

গণসমাবেশে সভাপতিত্ব করবেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈসা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য জি এম সিরাজ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।

এদিকে গণসমাবেশে সকলেই নেতাকর্মীরা চলে আসায় মহানগরীজুড়ে ব্যাপক সর্তকতা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজশাহী শহরের মোট ১৭টি পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এছাড়া গণসমাবেশে স্থলে প্রবেশের মূল তিনটি গেটে পুলিশ অবস্থান নিয়েছেন। সিসিটিভির মাধ্যমে পুরো শহরের নিরাপত্তা ব্যবস্থা নজরদারি করা হচ্ছে।

আজ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপির সর্বশেষ বিভাগীয় গণসমাবেশ। এর আগে ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর রাজশাহীতে বিএনপির সর্বশেষ বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। যদিও পথে পথে বাধার কারণে সেই মহাসমাবেশে রাজশাহী বিভাগের অধিকাংশ জেলা থেকে নেতাকর্মীরা অংশ নিতে পারেননি।

তবে এবারের চিত্র ভিন্ন। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের কারণে গত বুধবার রাত থেকেই গণসমাবেশস্থলে আসতে শুরু করেন বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন জেলার নেতাকর্মীরা। গণসমাবেশস্থলে ঢুকতে না পারলেও এর পাশের ঈদহা মাঠে খোলা আকাশের নিচেই সামিয়ানা টানিয়ে রাত্রিযাপন করেছেন। আর মাঠের মধ্যেই চলেছে রান্নাবান্না ও খাওয়া দেওয়ার কাজ। দিনভর স্লোগানে স্লোগানে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়েছেন নেতাকর্মীরা