কামাল হোসেন বিশেষ প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে পি আর পদ্ধতি সহ কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবী আদায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত ।
শুক্রবার ( ২৬ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় জনতা সরকারী কলেজ এর সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার এলাকায় মিছিল শেষে এক পথ সভা অনুষ্ঠিত হয়।
দুমকি উপজেলা জামায়াতের আমীর মাওলানা জালাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-১ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান। আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌর জামায়াতের আমীর মাও. আবুল বাশার, দুমকি উপজেলা নায়েবে আমীর মাওলানা আলতাফ হোসেন, উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, রাজনৈতিক সেক্রেটারি মাওলানা আবুল খায়ের ও উপজেলা ছাত্রশিবির সভাপতি মাসুদ।
পথ সভায় বক্তারা বলেন যারা চাঁদাবাজী, সন্ত্রাস ও পেশি শক্তির অশুভ রাজনীতির পঙ্কিলতায় দেশকে নিমজ্জিত রাখতে চায়, দেশের সম্পদ বিদেশে পাচারে সিদ্ধহস্ত- তারাই পিআর এর কি জানেও না বুজেও না।
উপজেলার ৫টি ইউনিয়নের জামায়াতের কর্মী, সমার্থক ও দায়িত্বশীল সহ সহস্রাধিক সাধারন জনগন এ বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহন করে।